১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অ্যান্ড্রয়েডের জন্য আসছে অ্যাপল টিভি অ্যাপ

প্রতিদিনের ডেস্ক॥
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য শিগগিরই আসছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম অ্যাপল টিভি অ্যাপ। বর্তমানে অ্যাপল টিভি অ্যাপটি শুধু আইফোন, আইপ্যাডসহ অ্যাপল ইকোসিস্টেমে চলা ডিভাইস ও অ্যান্ড্রয়েড টিভিতে ব্যবহার করা যায়। তবে কুপারটিনোভিত্তিক টেক জায়ান্ট অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইসের জন্য অ্যাপ ডেভেলপমেন্টে প্রকৌশলী খুঁজছে বলে জানা গেছে। সম্প্রতি গ্যাজেট ৩৬০ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন তথ্যানুযায়ী, অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপল টিভি অ্যাপটি বিকাশের জন্য প্রকৌশলী নিয়োগ করছে। অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফর অ্যাপল পদের জন্য চাকরির একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞাপনে বলা হয়েছে, অ্যাপল টিভি অ্যাপ টিম একজন সক্রিয়, কঠোর পরিশ্রমী ও অভিজ্ঞ জ্যেষ্ঠ অ্যান্ড্রয়েড প্রকৌশলী খুঁজছে। যিনি নতুন ফিচারসমৃদ্ধ একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে সহায়তা করবেন।
অ্যাপলের টিভি অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের অ্যাপল ডিভাইস ও অ্যান্ড্রয়েড টিভিতে তাদের অ্যাপল টিভি প্লাস সাবস্ক্রিপশনের জন্য সাইনআপ করে ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। নেটফ্লিক্স ও ডিজনিপ্লাসের মতো অন্যান্য জনপ্রিয় প্লাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি স্ট্রিমিং সার্ভিস অ্যাপল টিভি ২০১৯ সালে চালু করে।
যদিও প্লাটফর্মটি ফর অল ম্যানকাইন্ড, সেভেরেন্স এবং মোনার্ক: লিগ্যাসি অব মনস্টারস পাশাপাশি অস্কার-বিজয়ী ফিল্ম কোডার মতো হাই রেটিং পাওয়ার শো স্ট্রিম করার পাশাপাশি প্রচুর পরিমাণে অরিজিনাল কনটেন্ট তৈরি করেছে। তবে অ্যাপল টিভি বর্তমানে শুধু অ্যাপল ডিভাইস ও অ্যান্ড্রয়েড টিভি ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়