২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

কালিয়ায় ওয়ান সুটার গানসহ আটক ৩

নড়াইল সংবাদদাতা
নড়াইলে একটি ওয়ান সুটার গান ও মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। শনিবার (১ জুন) দুপুরে নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান। আটককৃত ব্যক্তিরা হলেন, খুলনা জেলার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের মৃত উকিল উদ্দিন মেলেকদারের ছেলে ইকবাল হোসেন মেলেকদার (৩৭), একই উপজেলার ইখড়ি গ্রামের আব্দুল হাসান ফকিরের ছেলে ওবাইদুল্লাহ ফকির (৩৮) এবং কালিয়া পৌর সভার বেন্দারচর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জাকারিয়া হুসাইন (৩৩)। পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, শুক্রবার গভীর রাতে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহরাব উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কালিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সীতারামপুর এলাকার মৃত কুটি শেখের ছেলে মঞ্জুর শেখের বসত ঘরের উত্তর পাশে বেন্দারচরগামী রাস্তার ওপর থেকে একটি মোটরসাইকেলের গতি রোধ করে ৩ জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে স্টিলের তৈরি কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি ওয়ান সুটার গান এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কালিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে এবং শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়