১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

চীনের বাজারে এলো রেডমি প্যাড প্রো ফাইভজি

প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি বিশ্ববাজারে রেডমি প্যাড প্রো উন্মোচন করেছিল চীনা ইলেকট্রনিকস কোম্পানি শাওমি। এবার স্থানীয় বাজারের জন্য ডিভাইসটির নতুন ফাইভজি ভার্সন চালু করেছে কোম্পানিটি। নতুন সংস্করণটির নাম দেয়া হয়েছে শাওমির রেডমি প্যাড প্রো ফাইভজি। খবর গিজমোচায়না।
শাওমি সূত্রে জানা গেছে, ফাইফজি ভার্সনের ট্যাবলেটটি প্রাথমিকভাবে শুধু চীনের বাজারে পাওয়া যাবে। রেডমি ট্যাবলেটটিতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। যার দুটি সিমেই একই সঙ্গে ফাইভজি ব্যবহার করা যাবে। এছাড়া অন্য ফিচারগুলো গ্লোবাল ভার্সনের মতোই রাখা হয়েছে। ডিভাইসটির ডিসপ্লে সেকশনে রয়েছে ২৫৬০X১৬০০ পিক্সেল রেজল্যুশনের ১২ দশমিক ১ ইঞ্চির টু পয়েন্ট ফাইভকে এলসিডি প্যানেল, যার রিফ্লেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হচ্ছে ৬০০ নিটসের সঙ্গে রয়েছে ডলবি ভিশন সুবিধা। ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিংয়ের গরিলা গ্লাস থ্রি। রেডমি প্যাড প্রো ফাইভজি ট্যাবলেটটিতে ২ দশমিক ৪ গিগাহার্টজের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। জিপিইউ হিসেবে থাকছে অ্যাডরেনো ৭১০। ট্যাবটিতে ৬ গিগাবাইট ও ৮ গিগাবাইট এলপিডিডিআরফোরএক্স র‍্যামের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। যাতে দেয়া হয়েছে ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইটের ইউএফএস স্টোরেজ। তবে ব্যবহারকারীরা চাইলে মাইক্রোএসডির মাধ্যমে স্টোরেজ ১.৫ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১৪ ওপর নির্মিত শাওমির হাইপারওএস। রেডমির ট্যাবটিতে একটি ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে। রেডমি প্যাড প্রো ফাইভজির ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১ হাজার ৯৯৯ ইউয়ান যা প্রায় ২৮১ ডলার। অন্যদিকে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৯৯ ইউয়ান বা ৩৩৭ ডলার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়