১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার চিঠি

প্রতিদিনের ডেস্ক॥
এবার প্রিন্সেস ডায়ানার হাতে লেখা কয়েকটি চিঠি ও পোস্টকার্ড নিলামে উঠতে যাচ্ছে। আগামী ২৭ জুন এগুলো নিলামে তোলা হবে। ডায়ানা এ চিঠিগুলো গৃহকর্মী মড পেনড্রেকে লিখেছিলেন। নিলামে ওঠা সামগ্রীর মধ্যে আছে ১৯৮১ সালে প্রিন্স চার্লসকে বিয়ের পর প্রিন্সেস অব ওয়ালসের সঙ্গে তার যোগাযোগ ও সাবেক গৃহকর্মীকে লেখা চিঠিগুলো। ১৯৮১ থেকে ১৯৮৫ সালের মধ্যে প্রিন্সেস ডায়ানার পাঠানো ১৪টি ক্রিসমাস ও নতুন বছরের শুভেচ্ছা কার্ডও নিলামে তোলা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে জুলিয়েনস অকশনস নামের নিলামকারী প্রতিষ্ঠান এই আয়োজন করছে। তারা আশা করছে। তাদের প্রত্যাশা প্রিন্সেস ডায়ানার স্মৃতি বিজড়িত এসব জিনিস মোটা অঙ্কে বিক্রি হবে।
১৯৯৬ সালে প্রিন্স চার্লসের সঙ্গে ডায়ানার বিচ্ছেদ হয়। ১৯৯৭ সালে ৩৬ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়