প্রতিদিনের ডেস্ক॥
ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বুথের প্রবেশ পথে এক বৃদ্ধকে দেখে এগিয়ে যান তিনি। এরপর সেই বুথে কর্মরত পুলিশকে বলেন, সেই বৃদ্ধকে যেন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা না করতে হয়। শুধু তাই নয়, ওই বৃদ্ধকে ধরে ধরে পোলিং বুথের ভেতর নিয়ে যেতে দেখা যায় এই অভিনেত্রীকে। সমাজমাধ্যমে এ নিয়ে অনেকেই বলছেন, মিমি প্রমাণ করলেন মানুষের পাশে দাঁড়াতে রাজনীতির প্রয়োজন হয় না।

