১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

রিলস-এ আসক্ত বিদ্যা

প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় দিচ্ছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এমনকি ফেসবুক রিলস তৈরিতেই দিনের অনেকটা সময় ব্যয় করেন তিনি। বলতে গেলে তিনি রিলস-এ আসক্ত হয়ে পড়েছেন। রিলস তৈরি এবং ভাইরাল হওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, প্রায় দুই বছর আগে আমি লন্ডনে নিয়মিত সিনেমার শুটিং করছিলাম। তখন অনেক অবসর সময় কাটতো। সে সময় আমার ম্যানেজার আমাকে জিজ্ঞাসা করলেন কেন আমি রিল তৈরি করছি না। অভিনেত্রী জানান, প্রথম ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার প্রতি প্রেমে পড়েছিলেন। আর তাই তিনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযোগ বাড়িয়ে দেন। এরপর আর থেমে থাকেননি এই অভিনেত্রী। ভক্তদের বিনোদন দেয়ার জন্য তিনি ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরি করতে থাকেন।
বর্তমানে ইনস্টাগ্রামে ৯.৪ মিলিয়ন ফলোয়ার তার। অভিনেত্রী বলেন, আমি এক বা দুই মাস অন্তর হয়তো একটি রিলস তৈরি করতাম। শুটিং করার সময় ভেবেছিলাম আদৌও কি এটা চালিয়ে যেতে পারবো! তবে একটা সময় রিলস ভাইরাল হতে শুরু করে। তখন আমি বুঝতে পেরেছিলাম যে, আমি যা পছন্দ করি তা করেছি এবং ভক্তরাও সেটি উপভোগ করছে। সত্যি বলতে, আমি মজা পেয়েছি ভীষণ। এখন তো আমি আসক্ত হয়ে পড়েছি। বিদ্যাকে সর্বশেষ পর্দায় দেখা যায় শীর্ষা গুহ পরিচালিত সিনেমা দো অউর দো প্যায়ার’ এ। এতে তার সঙ্গে অভিনয় করেন প্রতীক গান্ধী, ইলিয়ানা ডি’ক্রুজ এবং সেনধিল রামামূর্তি। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। যেখানে তিনি আরও একবার মঞ্জুলিকা চরিত্রে দর্শকদের বিনোদন দেবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়