১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় বিরোধের জের ধরে বৃদ্ধাকে মারপিট-বাড়ি ভাংচুর

রেজাউল করিম, লোহাগড়া
লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন রিবা বেগম নামের (৮০) বছর বয়সি এক বৃদ্ধাকে মারপিট করে আহত করেছে। এ সময় একটি বাড়ি কুপিয়ে তছনচ করেছে এবং ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুরসহ ঘরে থাকা নগদ টাকা ও প্রায় দেড় ভরি ওজনের স্বণের গহনা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী বৃদ্ধা রিবা বেগম অভিযোগ করে বলেন, বিগত ২০১৩ সালে আমার ছেলে মনিরুলকে স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। ওই খুনের ঘটনায় লোহাগড়া থানায় একটি হত্যা মামলা হয়। হত্যাকারীরা আমাকেসহ আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছে। কিন্তু মামলা তুলে না নেওয়ার কারণে সাবেক মেম্বর কামরুলের নেতৃত্বে ২০/৩০ জন সন্ত্রাসী আমার বাড়িতে রবিবার বিকালে হামলা চালিয়ে আমাকে বেধড়ক মারপিট করে এবং বাড়িঘর ভাংচুরসহ ও লুটপাট করেছে । এ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার জানান, ওই গ্রামের সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে । এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়