১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শরণখোলা উপজেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ

শামীম হাসান সুজন, শরণখোলা
“বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ,ঘোচায় দৈন্য আনে সুদিন” এই প্রতিপাদ্যে পল্লী অঞ্চলে বসবাসরত দুস্থ অসহায় অবহেলিত অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকল কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী সেমিনার ও অনুষ্ঠিত হয় শরণখোলা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে। উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার জনাব আব্দুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক-১ জনাব মোস্তফা গিয়াস উদ্দিন বিশেষ অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক-২ জনাব এ.টি.এম মাসুদ হোসেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান, ১ নং ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান মাঈনুল হোসেন টিপু ৪ নং সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এম এ খালেক খান প্রাণী সম্পদ কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা জনস্বাস্থ্য কর্মকর্তা আরডিও কর্মকর্তা আনসার বিডিপি কর্মকর্তা সহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সাংবাদিক ক্ষুদ্রঋণ কর্মসূচির মাঠ পর্যায়ের কর্মচারীগন ও উপকারভোগী পরিবারের সদস্যগন প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়