১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

৬০ বছরের বৃদ্ধ দ্বারা ১০ বছরের ছেলেকে বলাৎকারের অভিযোগ

জামিল হায়দার, নলডাঙ্গা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শুড়মশৈল এলাকায় ১০বছর বয়সের এক ছেলেকে বলাৎকার অভিযোগ ৬০ বছরের বৃদ্ধ বিরুদ্ধে।বৃদ্ধার নাম হাসেম আলী (৬০) পিতা আব্দুল লতিফ একই এলাকায় বাড়ি। ছেলের বাবা বলেন, গত শনিবার আমি গরুর জন‍্য ঘাস কাটতে বিলে যায় বিল থেকে ঘাস কেটে বাড়িতে আসার পর শুনি আমার ছেলেকে হাসেম নামের বৃদ্ধ বলাৎকার করেছে। আমার ছেলে দুপুরের দিকে আমার বাড়ির পার্শ্বে সুপারীর বাগানে বসে ছিল এই সময় হাসেম ওইদিক দিয়ে যাওয়ার সময় আমার ছেলেকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ঘরে দরজা জানালা বন্ধ করে দিয়ে জোর করে বলাৎকার করে এই সময় ছেলের কান্না শুনে পার্শ্বের বাড়ির এক মহিলা হাসের বাড়ির দরজায় সামনে গিয়ে বলে কি হয়েছে তখন ছেলেকে হাসেম দরজা খুলে বাহির করে দেয়।এই সময় হাসেমের বাড়িতে কেউ ছিলনা। এই বিষয় নিয়ে থানায় মামলা করত বাধা দেয় এলাকায় প্রভাবশালী ব‍্যাক্তি ও এলাকার গণ‍্যমান‍্য বাক্তিবর্গ তারা বলেন এর বিচার আমরা করবো। এলাকাবাসী অনেকেই জানায়, এর আগেই গত বছর হাসেম একটি ছেলেকে একই ঘটনায় করছে পরে মাফ চেয়ে ধামা চাপা দেয়। এই বিষয় নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। বড়াইগ্রাম থানার অফিসার ইনর্চাজ শাফিউল আযম জানান, বলাৎকার বিষয় থানায় মামলা প্রক্রিয়াধীন মামলা হলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়