১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

৩০ যাত্রী নিয়ে নদীতে নামলো বিমান!

প্রতিদিনের ডেস্ক॥
নদী না মাটি বুঝতে না পেরেই ৩০ জন আরোহী নিয়ে পাইলট তার বিমান নামিয়ে দিলেন নদীর ভিতর। নদীটির পানির উপরের স্তর হিমাংকের নিচে তাপমাত্রায় জমে বরফের কঠিন আস্তরণ তৈরি করেছিল। ফলে বিমানটি এবং যাত্রীদের বড় কোনো ক্ষতি হয়নি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাশিয়ার সবচেয়ে পূর্বদিকে ইয়াকুতিয়া অঞ্চলে জিরিয়াঙ্কার কাছে কোলিমা নদীতে এ ঘটনা ঘটে। এ খবর দিয়ে অনলাইন সিএনএন বলছে, বিমানটি সোভিয়েত আমলের অ্যান্টোনভ-২৪ বিমান। ইতোমধ্যে বিমানটি থেকে যাত্রীদের বের করে নেয়ার ছবি প্রকাশ করেছে দ্য ইজভেস্তিয়া পত্রিকা। ইস্টার্ন সাইবেরিয়ান পরিবহন বিষয়ক প্রসিকিউটরের একজন মুখপাত্র বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী মনে হচ্ছে, বিমানের পাইলটের ভুলে এমন ঘটনা ঘটেছে। প্রসিকিউটররা জমাট নদীর ওপর বিমানটির ছবি প্রকাশ করেছে। পোলার এয়ারলাইন্স সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছে, জিরিয়াঙ্কা বিমানবন্দরের বাইরে এন-২৪ বিমানটি অবতরণ করেছে। এতে কেউ হতাহত হননি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়