১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় হোমিওপ্যাথির জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ভেষজ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লোহাগড়া উপজেলা হোমিওপ্যাথিক পেশাজীবি ডক্টর অ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এ উপলক্ষে স্থানীয় রামনারায়ণ পাবলিক লাইব্রেরির চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় লাইব্রেরি চত্বরে ভেষজ প্রদর্শনী ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলে। পরে পাবলিক লাইব্রেরির হল রুমে অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ হায়াতাদুর রহমান উজ্জলের সভাপতিত্বে ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জীবন ও কর্মের উপর এক আলোচনাসভা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ফয়জুল হক রোম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রওনক ই নূর ,প্রভাষক ডাঃ রফিকুল ইসলাম মিনা। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক ডা: রাজিবুল আলম, ডাঃ গুলশান আরা শেফালী ,বীরমুক্তিযোদ্ধা ডাঃ রবীন্দ্রনাথ বিশ্বাস ,ডাঃ প্রদীপ ব্যানার্জি, ডাঃ সুইটি খানম,ডাঃ আলো রানী বিশ্বাস প্রমুখ। পরে কৃতি হোমিও চিকিৎসকদের ক্রেস্ট প্রদান করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়