৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

মহেশপুরে এমপির ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠিত

মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা’র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা প্রমুখ। মহেশপুর-কৌটচাদপুর উপজেলার ৪০টি আসহায় পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়