১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বেনাপোলে কাস্টমস কর্মকর্তাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোলে রাফিউল ইসলাম নামে একজন কাস্টমস ইন্সপেক্টরকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বেনাপোলের পেচোর বাওড়ে এ হামলার ঘটনা ঘটে। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাফিউল ইসলামের বন্ধু শার্শার সোহরাব হোসেন জানিয়েছেন, প্রচন্ড গরমে তারা দুজন পেচোর বাওড়ে ঘুরতে যান। হঠাৎ করেই একদল সন্ত্রাসী এসে পেছেন থেকে তাদের উপর হামলা চালায়। এসময় তারা জানতে চান কেনো তাদের উপর হামলা করা হচ্ছে। জবাবে সন্ত্রাসীরা বলতে থাকে, ‘এই ব্যাটার জন্যে অনেক ক্ষতি হয়েছে।’ এই বলে সন্ত্রাসীরা একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে কাস্টমস ইন্সপেক্টর রাফিউল ইসলামকে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সন্ত্রাসীরা দ্রুত এলাকা ত্যাগ করে। বন্ধু সোহরাব স্থানীয়দের সহযোগিতায় আহত বন্ধুকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার দেহে একাধিক ক্ষত স্থানে সেলাই দেয়া হয়েছে। গুরুতর আহত রাফিউল ইসলাম জানিয়েছেন, তার কারও সাথে ওই এলাকায় কোনো শত্রুতা নেই। তবে, পেশাগত কারণে কেউ তার উপর ক্ষুব্ধ থাকতে পারে।হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি। তবে ঘটনারিদিন রাত সাড়ে ৮টার দিকে বেনাপোলের পেচোর বাওড়ে তিনি কি করতে গিয়েছিলেন সেটি জানা যায়নি। এদিকে, খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালে যান বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন। তিনি জানান, আহত রাফিউল ইসলাম অত্যন্ত সৎ মানুষ হিসেবে পরিচিত। পেশাগত কারণে হয়তো তিনি কোনো অসৎ ব্যবসায়ীর রোষানলে পড়তে পারেন। তাছাড়া, তার কোনো শত্রু ছিলো বলে তাদের জানা নেই। তিনি বলেন, ঘটনাটি দ্রুত থানা পুলিশকে অবহিত করা হয়েছে। কাস্টমসের পক্ষ থেকেও ঘটনার অভ্যন্তরীণ তদন্ত করা হতে পারে বলে তিনি জানান। এলাকাবাসী বলছেন ভিন্ন কথা, রাত সাড়ে ৮টার দিকে বেনাপোলের পেচোর বাওড়ে তিনি কি করতে গিয়েছিলেন সেটির তদন্ত করা হোক। তাহলেই বেরিয়ে পড়বে থলের বিড়াল। তিনি কারও রোষানরে পড়েছিলেন নাকি নেপথ্যে অন্য কারণ রয়েছে সেটি উদঘাটন করা দরকার বলে এলাকাবাসীর দাবি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়