রেজাউল, লোহাগড়া
নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে রোববার বেলা ১১টার দিকে গোবরা চৌরাস্তা এলাকায় এসব কর্মসূচীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন-হাফেজ মাওলানা আরেফ বিল্লাহ, খলিল শেখ, নুরুজ্জামান, শাহিনা আকতার, নাজমা খাতুনসহ অনেকে। এ সময় বক্তারা বলেন, গত ৩ জুন সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গোবরা গ্রামের নিউটন গাজীর প্রাইভেটকার নিজেরা পুড়িয়ে উজ্জ্বলসহ ১৫ জনের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা উজ্জ্বল শেখের মুক্তি চাই। এছাড়া উজ্জ্বল শেখের সমর্থকদের নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন প্রতিপক্ষরা। উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে গত ৩ জুন সদর থানায় ১৫ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেন নিউটন গাজী। মামলার পরদিন উজ্জ্বল শেখ ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে সদর থানা পুলিশ। ভুক্তভোগীরা আরো জানান, সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে কাজ করেন নিউটন গাজী। এছাড়া উজ্জ্বল শেখ পরাজিত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের পক্ষে কাজ করেন।

