১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভারতীয় মদসহ দু’জন আটক

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে ভারতীয় মদসহ ইব্রাহিম হোসেন(২৪) ও বিলাল হোসেন(২৭) নামেদুই যুবককে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।৯ই জুন রবিবার দুপুরের দিকে উপজেলার জয়াখালী গ্রাম থেকে ভারতীয় মদের চালান হাতবদলের সময় তাদের আটক হয়। আটক দুই যুবক যথাক্রমে উপজেলার মুন্সিগঞ্জ আটিরউপর এলাকার এবাদুল মোড়ল ও ধানখালী গ্রামের ইয়াকুব আলীর ছেলে। এসময় তাদের নিকট থেকে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা নয় বোতল মদ উদ্ধার করা হয়। এদিকে আনিছুর রহমান ও সামছুর রহমানসহ স্থানীয়রা জানিয়েছে সীমান্তবর্তী কৈখালী এলাকা দিয়ে প্রতিদিন মাদকের একাধিক চালান বাংলাদেশে প্রবেশ করছে। সীমান্তের কালিন্দি ও রায়মঙ্গল নদী দিয়ে রাতের বেলা ভারতীয় গরুর পাশাপাশি স্থানীয় চোরাকারবারীরা মাদকের চালান নিয়ে আসছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হাতে গোনা চালান আটক হলেও অধিকাংশ চালান রাতারাতি শ্যামনগর দিয়ে জেলা ও জেলার বাইরে চলে যাচ্ছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জয়াখালী এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে পথক দু’টি ব্যাগে ভারতীয় মদ নিয়ে যাওয়ার সময় চেয়ারম্যানমোড় এলাকায় দুই যুবকের গতিরোধ করে তল্লাশী করলে উক্ত মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সামীন্তবর্তী এলাকার চোরাচালান রোধে পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়