১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মহেশপুরে চতুর্থ শ্রেনীর কর্মচারীর পিটুনিতে কলেজ ছাত্র আহত

মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী আরোজের পিটুনিতে এক কলেজ ছাত্র আহত হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে,উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের ইন্তা সরদারের ছেলে ইয়াছিন আরাফাত (২৪)এর সাথে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ হয় শ্যামনগর ব্যাপারী পাড়ার আরজানের পুত্র ও মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের ভাতিজা আরোজের। এরই জের ধরে আরোজ ৭ই জুন শুক্রবার সন্ধ্যায় পুড়াপাড়া বাজারে আরাফাতকে বেধড়ক মারধর করে। এতে আরাফাত গুরুতর আহত হলে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আরোজ কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির কর্মচারি। আরাফাতের পিতা ইন্তা সরদার বলেন ক্ষমতা জোরে তারা বহু মানুষকে এভাবে মেরে পার পেয়ে যায়। তার চাচা চেয়ারম্যান হওয়ায় সে অন্যায় ভাবে আমার ছেলেকে মারপিট করে আহত করেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।এবিষয়ে আরোজের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়