১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

সাত বছর ধরে গলায় আটকে ছিল কয়েন!

প্রতিদিনের ডেস্ক॥
মাঝেমাঝেই পেটে ব্যথা হতো কিশোর অঙ্কুলের। কারণ জানতে ও যন্ত্রণা কমাতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হতো। এ যন্ত্রণা ওষুধ খেলে কমেও যেত। তবে কয়েকদিন আগে গলায় অসহনীয় ব্যথা হলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে এক্সরে করে দেখা যায় তার গলায় আটকে আছে একটি কয়েন। ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটে। ওই কিশোরের পরিবার বলছে, সাত বছর আগে একটি কয়েন গিলে ফেলেছিল ওই কিশোর। খবর এনডিটিভি। সম্প্রতি যন্ত্রণায় কাতর ওই কিশোরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার গলা পরীক্ষা করেন। তারপর এক্সরে করাতে পরামর্শ দেন। তখন দেখা যায়, অঙ্কুলের গলায় কিছু একটা আটকে রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করিয়ে নেয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, এক টাকার কয়েনটি এমনভাবে অঙ্কুলের গলায় আটকে ছিল যে, তার কোনো রকম খাবার খেতে অসুবিধা হতো না। ফলে বাড়ির কেউ আঁচও করতে পারেনি যে, ১২ বছর বয়সী কিশোরের গলায় কয়েন আটকে রয়েছে। অস্ত্রোপচার করে সেই কয়েন বের করতেই সবাই স্তম্ভিত হয়ে যান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়