নিজস্ব প্রতিবেদক
প্রতারণা মামলায় কাজী সাফায়েত আহম্মেদ নামে এক মোটরসাইকেল ব্যবসায়ীকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়রা এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত কাজী সাফায়েত হোসেন ঝিনাইদহের কোট চাঁদপুরের কাজী রাছেদুজ্জামানের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, আসামি কাজী সাফায়েত আহম্মেদ যশোর ভেনাস অটো থেকে নগদ ও বাকিতে মোটরসাইকেল ক্রয় করে বিক্রি করতেন। ২০২৫ সালের ২৬ অক্টোবর সাফায়েত আহম্মেদ একটি মোটরসাইকেল কিস্তিতে ক্রয় করতে প্রতিষ্ঠানের নির্ধারিত ফর্মে আবেদন করেন। এরপর তিনি ৯৩ হাজার ২শ’ টাকা দামের একটি মোটরসাইকেল নিয়ে ৭৭ হাজার টাকা কিস্তিতে পরিশোধ করবেন বলে অঙ্গীকার নামা করে দিয়ে যান। পরবর্তীতে সাফায়েত আহম্মেদ কিস্তির টাকা পরিশোধ না করে ঘোরাতে থাকেন। ২০১৯ সালের ৯ মে আসামি সাফায়েত আহম্মেদকে ভেনাস অটোর অফিসে ডেকে পাওনা টাকা চায়লে তিনি দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে ভেনাস অটোর পক্ষে জেনারেল ম্যানেজার মির্জা আনিসুজ্জামান বাদী হয়ে প্রতারণার অভিযোগে সাফায়েত আহম্মেদের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সাফায়েত হোসেন পলাতক রয়েছে।

