২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

এমপি আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন

সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে উপজেলার ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে টিকারী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়। মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতারাসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেয়। এ সময় ফুরসন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহীদুল ইসলাম শিকদার,কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর সভার মেয়র আশরাফুল আলমসহ অন্যারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জেলার আওয়ামীলীগের অভিভাবকের কাছে যদি কর্মীরা নিরাপদ না হয়; তাহলে তাকে দল থেকে অব্যহতি দেয়া হোক। সংসদ সদস্য হত্যার নেপথ্যে ও যারা সরাসরি জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়