৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরের আলোচিত মিঠু হত্যা মামলায় চেয়ারম্যান প্রার্থী জুয়েল কারাগারে

নিজস্ব প্রতিবেদক
সদ্য সমাপ্ত যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জুয়েলকে আলোচিত মিঠু হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। হত্যাকান্ডের ১৪ বছর পর তিনি এ মামলায় আদালতে আত্মসমর্পন করলেন। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের মিঠু হত্যা মামলার আসামি হিসেবে তিনি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। এসময় বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্জ সহকারি জুয়েল রানা। তিনি জানান, ২০১২ সালে শহরের পুলিশ লাইন এলাকার নাজির সাহেবের দোকানের সামনে দুই গ্রুপের মধ্যে মারামারি ও গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিঠু। পরবর্তিতে এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের হয়। এ মামলায় আসামি করা হয় জুয়েলসহ আরও কয়েকজনকে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত। কিন্তু তারপরও দীর্ঘ ১৪ বছর তিনি আদালতে হাজির না হয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করেন এবং সদ্য সমাপ্ত সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করেন। যদিও তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন। এরপর মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়