নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে টানা ৫ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি। সেইসাথে কাস্টমস এবং বন্দরে ও সকল কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে, এ সময়ের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, আগামী ১৭ জুন মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ১৪ থেকে ১৮ জুন ভারত-বাংলাদেশে সরকারি ছুটি। এজন্য দু’দেশের মধ্যে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে মর্মে একটি চিঠি আমরা পেয়েছি। তবে, আগামী ১৯ জুন সকাল থেকে আবারো এ পথে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক নিয়মে শুরু হবে। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, এ পথে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এ সময় সাধারণত যাত্রী যাতায়াত একটু বেশি থাকে সেজন্য ডেস্ক এবং অফিসার সংখ্যা বাড়ানো হয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, টানা পাঁচ দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তিনি আরও বলেন- আগামী ১৯ জুন সকাল থেকে আবার এ পথে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।