১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

শরণখোলায় জমে উঠেছে কোরবানির পশুহাট

শামীম হাসান সুজন, শরণখোলা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শরণখোলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের আমড়া গাছিয়া বাজারে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জাতের বিভিন্ন আকারের গরু ছাগল বিক্রি করতে নিয়ে এসেছেন ব্যাপারীরা। পছন্দের গরু ছাগল কোরবানি দেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করছেন পশুর হাটে। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন এবং দামদর করছেন। ক্রেতা ও বিক্রেতাদের দামাদামিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। গরুর ব্যাপারী মোঃ আনিস জানান এইবারের ঈদুল আজহায় আমড়াগাছিয়া বাজারে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা অনেক গরু ছাগল নিয়ে এসেছে।ক্রেতাদের অনেক ভিড় রয়েছে তবে ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন কিনছেন না। তবে কোরবানির আগের দিন অনেক ক্রেতারা কিনবেন। তিনি আরও বলেন এবারে দাম একটু কম। ক্রেতাদের মাঝারি ও দেশি ছোট গরুর দিকে আকর্ষণ বেশি। আমড়াগাছিয়া বাজারে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য শরণখোলা থানা পুলিশ কাজ করছে।আমড়াগাছিয়া বাজারে জাল টাকা সনাক্ত করার মেশিন রয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ এইচএম কামরুজ্জামান খান জানান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শরণখোলা উপজেলার বিভিন্ন পশুর হাট থেকে গরু ছাগল স্বাচ্ছন্দে ও নিরাপত্তার মধ্যে ক্রেতারা কিনতে পারেন ও বিক্রেতারা বিক্রি করতে পারেন তার জন্য শরণখোলা থানা পুলিশ কাজ করছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়