উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে প্রাণ প্রকৃতি এবং প্রাকৃতিক জলাশয় দখলমুক্ত করণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর সহযোগীতায় ও স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে ১৩ই জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ আফজালুর রহমান, সদস্য সচিব আবু সাইদ, আনন্দ টিভির প্রতিনিধি তপন কুমার বিশ্বাস, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সিএনআরএর আরিফুর রহমান, সিডিও ইয়ুথ টিমের সদস্যরাসহ শতাধিক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ব্যাপকভাবে গ্রাস করেছে শ্যামনগর উপজেলা অঞ্চলকে। তবুও নদী খাল দখল বন্ধ নেই ভূমি দস্যুদের। নদীর চরের গাছ কেটে ধ্বংস করে সেই চর দখল করে ঘের, দোকান তৈরিতে মেতেছে ভূমি দস্যুরা। এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না নোনাপানির খাল ও মিঠা পানির খাল। ভূমিদস্যুরা সরকারি খাল ৯৯ বছরের বন্দবস্ত নেওয়ার কারণে খালের পানিতে কাউকে হাত দিতে দেয় না। আর সাধারণ কৃষকদের পানির অভাবে শত শত বিঘা জমিতে ধান নষ্ট হয়। আমাদের দাবি প্রভাবশালীদের কাছ থেকে এই খাল গুলো উদ্ধার করে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। মানববন্ধন শেষে সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সাংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ ও উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম বরাবর স্মারকলিপি প্রদান করেন স্বেচ্ছাসেবীরা।