২৫শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

আমি একশ ভাগ পেশাদার: রোনালদো

প্রতিদিনের ডেস্ক॥
বছরের পর বছর চলে যাচ্ছে। ক্রিস্তিয়ানো রোনালদো যেন থেকে যাচ্ছেন একইরকম। আগের মতোই আবেগ নিয়ে খেলেন। পর্তুগালের হয়ে পারফর্মও করে যাচ্ছেন। ৩৯ বছর বয়সে এবারের ইউরোতে যাচ্ছেন তিনি। এটি তার ক্যারিয়ারে রেকর্ড ষষ্ঠ ইউরো। ইউরোপ ছেড়ে রোনালদোর ঠিকানা এখন সৌদি আরবে। আল নাসেরে হয়ে সবশেষ মৌসুমেও ৫০টি গোল এসেছে তার পা থেকে। এবার ইউরোতেও তার কাছে প্রত্যাশা থাকবে ভালো কিছুর। চেক রিপাবলিকের বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচের আগে এসব নিয়ে কথা বলেছেন রোনালদো। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমি শারিরীক ও মানসিকভাবে ভালো আছি। সবসময় নিজেকে সেরা উপায়ে প্রস্তুত করি। আমি একশ ভাগ পেশাদার। সবসময়ের মতোই দেশকে সাহায্য করতে ও কোচের সিদ্ধান্তকে সম্মান জানাতে তৈরি থাকবো।’ তিনি বলেন, ‘জানি খুব বেশি বছর বাকি নেই আমার। বছরের পর বছর ধরে খেলা একটা উপহারের মতো। আমার বয়স ৩৯ বছর, আর প্রতিটি বছরই হচ্ছে নিজেকে উপভোগ করার। জাতীয় দলের জন্য গোল করা স্পেশাল ব্যাপার। জাতীয় দল আমার জীবনের বড় ভালোবাসা। এবার ইউরো জেতা হবে স্বপ্নের মতো।’‘আমার জন্য, জাতীয় দলের হয়ে খেলাটা একটা প্যাশন, ভালোবাসা। যেকোনো খেলাই স্পেশাল, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও। এটা আমার ষষ্ঠ ইউরো, যেটি একটা রেকর্ড।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়