১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

নিউজিল্যান্ডের বিদায় প্রায় নিশ্চিত করে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

প্রতিদিনের ডেস্ক॥
শেষ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ রান। মিচেল সান্তনার তিনটি ছক্কার মার মারলেন। সর্বমোট ১৯ রান নিলেন। কিন্তু পরজয় ঠেকানোর জন্য কোনোভাবেই সেটা যথেষ্ট হলো না। ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩ রানে হেরে যেতে হলো নিউজিল্যান্ডকে। কিউইদের হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। আর টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেলো নিউজিল্যান্ডের। উগান্ডা এবং পাপুয়া নিউগিনিকে যদি হারায়ও কিউইরা, তাতে কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই। কারণ, আফগানিস্তান এরই মধ্যে দুটিতে জয় পেয়েছে। বাকি দুই ম্যাচের একটিতে জয় পেলেই কেন উইলিয়ামসনদের বিদায় পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে। টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ প্রথমে করেছিলো ১৪৯ রান। জবাবে ৯ উইকেটে নিউজিল্যান্ড থেমে যায় ১৩৬ রানে। নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে ৭৫ রানে অলআউট হয়েছিলো নিউজিল্যান্ড। এবার তারা হারলো ওয়েস্ট ইন্ডিজের কাছে। পরের দুই ম্যাচ উগান্ডা এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মাত্র ৫ রান করে আউট হন ডেভন কনওয়ে। ফিন অ্যালেন এবং রাচিন রবিন্দ্র চেষ্টা করেন হাল ধরার। কিন্তু এবার ব্যর্থ হলেন তারাও। ১০ রান করে আউট হন রাচিন রবিন্দ্র। ২৩ বলে ২৬ রান করেন ফিন অ্যালেন। কেন উইলিয়ামসন ২ বলে ১ রান করে আউট হয়ে যান। ড্যারিল মিচেল করেন ১২ রান। গ্লেন ফিলিপস সর্বোচ্চ ৩৩ বলে ৪০ রান করেন। ১২ বলে ২১ রান করেন মিচেল সান্তনার। ক্যারিবীয়দের হয়ে অ্যালজারি জোসেফ ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট। ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন গুদাকেশ মতি। ১টি করে উইকেট নেন আকিল হোসেন এবং আন্দ্রে রাসেল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়