১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

ফোন হারালে নিজে থেকেই লক হয়ে যাবে

প্রতিদিনের ডেস্ক:
ফোন হারিয়ে যাওয়াটা নতুন কোনো বিষয় না। তবে ফোন হারিয়ে যাওয়ার দুঃখের চেয়ে ভয় হয় ফোনে থাকা ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে। তবে এখন ফোন হারালেও আপনার ব্যক্তিগত তথ্য, ছবি বেহাত হওয়ার সম্ভাবনা নেই। গুগল এনেছে নতুন সুবিধা।অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজের ফোনে ‘গুগল ফাইন্ড মাই ডিভাইস’ আগে থেকে সক্রিয় করে রাখতে পারেন। তাহলেই ফোন হারালেও চিন্তার কিছু নেই। তবে এবার গুগল নিয়ে এলো আরও নতুন প্রযুক্তি। যার মাধ্যমে ফোন কেউ চুরি করলেও ফোনে থাকা কোনো তথ্য চুরি করতে পারবে না।কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করে অ্যান্টি-থেফট ফিচার আনছে সার্চ ইঞ্জিন। বিশ্বের মধ্যে সর্বপ্রথম ব্রাজিলে এই সুবিধাটি চালু করতে চলেছে কোম্পানি। সব দেশের ব্যবহারকারীদের ফোনে শিগগির তা রোল আউট হবে। কিছুদিন আগে অনুষ্ঠিত হয় গুগলের আই/ও বা ইনপুট/আউটপুট ২০২৪।সেখানে অ্যান্ড্রয়েড সম্পর্কিত নানা ফিচার্স ঘোষণা করে গুগল। তার মধ্যে একটি অ্যান্টি-থেফট ফিচার। এটি অ্যান্ড্রয়েড ১০ বা তার বেশি সব ফোনে পাওয়া যাবে। অর্থাৎ আপনার ফোন কয়েক বছর পুরোনো হলেও ফিচারটি পাবেন।স্মার্টফোনে একটি নতুন অ্যালগরিদম আনছে গুগল। সহজ ভাষায় বললে, এমন একটি সিস্টেম যা এআই দ্বারা পরিচালিত। চোররা সাধারণ ফোন ছিনতাই করে পালিয়ে যায়। সেই সময় এআই তার অ্যালগরিদমকে কাজে লাগিয়ে সেটি ডিটেক্ট করবে। ফোনে কিছু অস্বাভাবিক বলে তা তৎক্ষণাৎ ধরে নেবে এআই। আর ওই মুহূর্তেই লক হয়ে যাবে স্মার্টফোন।আরও একটি ফিচার আসছে, সেটি হলো রিমোট লক ফিচার। ফোন চুরি হলে বা খুঁজে না পেলে চিন্তায় পড়ে যান সবাই। কারণ তাতে রয়ের অসংখ্য ব্যক্তিগত তথ্য। তাছাড়া অনেকেই ফোনের পাসওয়ার্ড ভুলে যান। এই সব সমস্যা যাতে না হয় তার জন্য আনা হয়েছে রিমোট লক ফিচার। এটির কাজ হলো, আপনি ফোন থেকে অনেক দূরে থাকলেও অন্য ডিভাইসের মাধ্যমে সেটি লক করতে পারবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়