আব্দুস সেলিম, মহেশপুর
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রহিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছী গ্রামে এ দূর্ঘটনা ঘটে৷এলাকাবাসী ও পরিবার সুত্রে জানাগেছে শুক্রবার সকালে ঘুম থেকে উঠে রহিমা টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটস্থলে মৃত্যু বরণ করে। বিষয়টি টের পেয়ে তার স্বামী বাড়ির মেইন সুইচ বন্ধ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। রহিমা বাথানগাছী গ্রামের ইটখোলা পাড়ার সমুজ আলীর স্ত্রী। তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন এঘটায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার নং ৩৩, তারিখঃ ১৪-০৬-২০২৪ইং।