১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে র‌্যাবের অভিযানে দুটি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোরে র‌্যাবের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান স্যুটারগান উদ্ধার হয়েছে। এসময় অস্ত্র বহনকারী দু’যুবক পালিয়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাত দু’জনের নামে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। র‌্যাবের পরিদর্শক হাওলাদার রফিকুল ইসলাম জানিয়েছেন, বুধবার রাত একটার দিকে তাদের কাছে খবর আসে যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে দু’জন অবস্থান করছে। এরই ভিত্তিতে তাৎক্ষনিক সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ টহলদল। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দু’যুবক দুটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে র‌্যাব সদস্যরা দুটি ওয়ান স্যুটারগান উদ্ধার করে। তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং পলাতক দুই আসামি আটকে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়