১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

জমজমাট গান নিয়ে ফিরছেন মিলা, ঈদেই আসছে ‘টোনাটুনি’

প্রতিদিনের ডেস্ক॥
দেশবিদেশের স্টেজ শো নিয়ে সরব সময় কাটাচ্ছেন জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। চলতি বছরই তিন তিন বার যুক্তরাস্ট্র সফর থেকে ফিরেছেন। চলতি মাসের প্রথম দিকেই তিনি শেষ শো করে ফিরেছেন। আর এবার ঈদের আগে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এ শিল্পী। প্রায় তিন বছর আগে সবশেষ ‘আইস্যালা’ শিরোনামের গান নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এবার পুরোনো রূপে ফের নতুন করে হাজির হচ্ছেন মিলা। আগামীকালই জি সিরিজের ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন গান ‘টোনাটুনি’। এর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন মিলা নিজেই। গানটির কাজ তিনি শুরু করেন প্রায় নয় বছর আগে। এরপর বছর দুয়েক আগে শেষ করেন ভিডিওর কাজ।
ভিডিওতে পারফর্ম করেছেন খোদ মিলা। এখানে তুমুল নাচতে দেখা যাবে এ গায়িকাকে। মিলা ইসলাম বলেন, ‘রুব্বান’র পর আমার অনেক ভক্ত-শ্রোতারা চেয়েছিলেন এ টাইপের গান আবার করি। অনেক সময় নিয়ে চেষ্টা করেছি। গান তৈরি ছিল, কিন্তু কবে প্রকাশ করবো ঠিক করতে পারিনি। অবশেষে এবার ‘টোনাটুনি’ আসছে ঈদে। এটি এমন একটি গান যার মাধ্যমে সব ধরনের শ্রোতারা নাচতে পারবেন। বিভিন্ন উৎসবে গানটি বাজবে বলে আমার বিশ্বাস। মিলা আরও বলেন, গানটি ভিডিও করার সময় অনেক নাচতে হয়েছে। অন্য অনেক চরিত্র ছিল গানে। সব মিলিয়ে একটি জমজমাট গান। আমার বিশ্বাস সবার ভালো লাগবে। মিলা আরও জানান, এ ধরনের আইটেম গান আর তিনি করবেন না। বিশেষ করে নিজ উদ্যোগে আইটেম গান না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সিনেমায় ভালো প্রস্তাব পেলে গাইবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়