২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

রুশ যুদ্ধজাহাজ যাওয়ার পরই কিউবায় মার্কিন সাবমেরিন

প্রতিদিনের ডেস্ক॥
কিউবায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ যাওয়ার পরই গুয়ানতানামো বে’তে দ্রুত একটি ফাস্ট অ্যাটাক সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দ্রুত হামলা চালাতে সক্ষম ওই সাবমেরিনটির নাম ইউএসএস হেলেনা। খবর রুশ বার্তাসংস্থা তাসের। তবে মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, কিউবার উপসাগরে মার্কিন সাবমেরিনটি যাওয়াটা ছিল একটি ‘রুটিন পোর্ট ভিজিট’। কিন্তু বার্তাসংস্থা এপির খবরে বলা হয়, নিজেরদের শক্তিমত্তা প্রদর্শন করতেই কিউবায় মার্কিন সাবমেরিনটি পাঠানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ১২ জুন মহড়া শেষ করে তাদের কয়েকটি যুদ্ধজাহাজ কিউবার হাবানা বন্দর পরিদর্শনে যায়। ওই জাহাজের বহরে ছিল, বিমান বহনকারী রণতরি এডমিরাল গোর্সকোভ, পারমাণবিক শক্তিতে চালিতে ক্রুজ মিসাইল বহনকারী সাবমেরিন কাজান এবং ট্যাংকার বহনকারী রণতরি নিকোলে চিকার। এ ব্যাপার কিউবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হাবানা বন্দরে আসা কোনো রণতরিতেই পারমাণবিক অস্ত্র ছিল না, তাই কোন জাহাজই এ অঞ্চলের জন্য হুমকি ছিল না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়