২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কেশবপুরে সন্ত্রাসী হামলায় আহত নুরুজ্জামানকে খুমেক হাসপাতালে স্থানান্তর

আব্দুল মোমিন, কেশবপুর
যশোরের কেশবপুরে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত নুরুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সরফাবাদ (দক্ষিণপাড়া) গ্রামের গোলাম রসুল ওরফে আলিফ (২৩) ও আব্দুস সালম মোড়ল (৪২) এবং মির্জাপুর গ্রামের হাবিবুর রহমান (৪২) বুধবার সকাল ৮টার দিকে হাবিবের চায়ের দোকানের সামনে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মির্জাপুর গ্রামের আঃ করিম মোড়লের পূত্র নুরুজ্জামান (৩৫) এর উপর অতর্কিত হামলা চালায়। গোলাম রসুল ওরফে আলিফ তার হাতে থাকা ধারালো দা দিয়ে নুরুজ্জামানের মাথায় সজোরে কোপ মারলে সে মাটিতে লুটে পড়ে। এসময় আব্দুস সালাম মোড়ল ও হাবিবুর রহমান ইট দিয়ে নুরুজ্জামানের দুই পায়ের গোড়ালী এবং শরীরের বিভিন্ন স্থানে সজোরে আঘাত করে। এলাকাবাসি গুরুত্বর আহতাবস্থায় নুরুজ্জামানকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়