৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

বাগেরহাটে প্রজনন স্বাস্থ্য বিষয়ক এ্যাডভোকেসী সভা

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট

উপকুলীয় বাগেরহাটের প্রান্তিক নারী ও কিশোরী বালিকাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক এ্যাডভোকেসী কর্মশালা বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কর্তা প্রদীপ কুমার বকশী এর সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুজ্জামান। উন্নয়ন সহযোগি সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় ফ্যামিনিস্ট ইন একশন কর্মসূচীর আওতায় ওয়াদার বাস্তবায়নে “বাংলাদেশের উপকুলীয় অঞ্চলের প্রান্তিক কিশোরী বালিকা ও যুব নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের উন্নয়ন” প্রকল্পের অধীনে উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন এর কার্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিউর রহমান, অক্সফাম প্রতিনিধি ফৌজিয়া ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী, ওয়াদা সংস্থার চেয়ারম্যান এন্ড সিইও নিলুফা আক্তার ইতি। অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বিঞ্চুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি মাসুদ রানা পাইক, শিক্ষক প্রতিনিধি বৃন্দ, ওয়াদা’র প্রকল্প ব্যবস্থাপক জনাব মো: আল-আমিন সরদার ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালায় বক্তারা নারী ও কিশোরী বালিকাদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও নিরাপদ মাতৃদুগ্ধপানের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঋতুস্রাবকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা কর্ণার স্থাপন ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহে মাতৃদুগ্ধপান কর্ণার স্থাপন করার উদ্যোগ গ্রহনের তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়