প্রতিদিনের ডেস্ক:
একটি মাল্টিওয়ারহেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। এটি একটি অত্যাধুনিক অস্ত্র। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দক্ষিণ কোরিয়া এবং জাপান দাবি করেছিল যে উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়নি।উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ং বুধবার স্বতন্ত্র মোবাইল ওয়ারহেডের সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে। ওয়ারহেডগুলো তিনটি স্থানে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে এবং ক্ষেপণাস্ত্র থেকে পৃথক হওয়া একটি অংশ রাডারের মাধ্যমে যাচাই করা হয়েছে।এক বিবৃতিতে বলা হয়েছে, এমআইআরভি সক্ষমতাকে সুরক্ষিত রাক্ষার উদ্দেশেই ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দেশের সামরিক খাতকে আরও উন্নত করতে চার সর্বোচ্চ নেতা কিম জং উন। সে কারণে নিজেদের অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করছে উত্তর কোরিয়া।এদিকে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, কেসিএনএর প্রতিবেদনে যেভাবে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সে রকম হয়নি। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের শুরুতেই বিধ্বস্ত হয়েছে এবং এর পরীক্ষা সফল হয়নি।এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়া বুধবার সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সে সময় দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফ জানায়, তারা উৎক্ষেপণের বিষয়টি সনাক্ত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেন যে, উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে উত্তর কোরিয়ার সন্দেহভাজন ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের দিকে আসবে এমনটা মনে করছেন না তারা। এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা হয়েছে।এর আগে গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ জানিয়েছেন, পূর্ব সাগরে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।গত মার্চেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সে সময় মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জানান, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের উপকূলরক্ষী বাহিনীও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছিল। উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞার অধীনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটি বার বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে।সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া থেকে আর্বজনাভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। এ নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন অস্থিরতার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের কথা জানালো পিয়ংইয়ং।