প্রতিদিনের ডেস্ক॥
রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল এবং সড়কের জায়গা দখল করেছে আলোচিত পশুর খামার ‘সাদিক অ্যাগ্রো’। খামারটির অবৈধ অংশ উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার পর রাজধানীর মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল সংলগ্ন স্থানে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাববীর আহমেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। সাদিক অ্যাগ্রোতে অভিযান চালাতে বুধবার (২৬ জুন) প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযানের খবর পেয়ে গত রাত থেকেই খামারের বেশ কিছু গরু-ছাগল সরিয়ে নেওয়া হয়েছে। আজ সকালেও রাস্তায় এবং খালের জায়গায় থাকা বেশ কিছু স্থাপনা ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। সকালে অভিযানস্থল ঘুরে দেখা যায়, সাদিক অ্যাগ্রোসহ খালের অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বেশ কয়েকটি ভারী যান আনা হয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।