১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

খুলনা প্রতিনিধি॥
খুলনা নগরবাসী ২০২৪-২০২৫ অর্থবছর থেকে ঘরে বসেই কেসিসি’র ওয়েবসাইট (www.khulnacity.gov.bd অথবা www.kcctl.gov.bd) থেকে নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করে নিতে পারবেন। বৃহস্পতিবার সকালে নগর ভবনে অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। দেশে তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়েছে। অনলাইনে ভোগান্তিমুক্তভাবে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদানের কার্যক্রম আজ থেকে শুরু হলো। এর মাধ্যমে অফিসে না এসেই ব্যবসায়িরা ট্রেড লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন। গতবছর সিটি কর্পোরেশনে অনলাইনে হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রম চালু হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। তথ্যপ্রযুক্তির ব্যবহারে দুর্নীতির সুযোগ কমবে। পরে একই স্থানে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা এবং সিএলসিসি সভা অনুষ্ঠিত হয়। কেসিসি’র প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহম্মেদ, কেসিসি’র কাউন্সিলর, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়