২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

অ্যাম্বুলেন্স ও ইনজেকশন চেয়ে না পাওয়ার অভিযোগ: ইউনাইটেড হাসপাতালের বোর্ড মিটিংয়ে ‘প্রটেস্ট’ করবেন মিন্টু

প্রতিদিনের ডেস্ক॥
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত শুক্রবার (২১ জুন) মধ্যরাতে হঠাৎ অসুস্থ হলে গুলশানের ইউনাইটেড হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স ও ইনজেকশন না পাওয়ার অভিযোগ করেছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বিএনপির এই ভাইস চেয়ারম্যানের অভিযোগের পর দলটির আরেক ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানান, তিনি ইউনাইটেড হাসপাতালের একজন পরিচালক। অভিযোগটি তিনি বোর্ড মিটিংয়ে তুলবেন এবং প্রটেস্ট করবেন। বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে আবদুল আউয়াল মিন্টু এ কথা জানান। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মৃত্যুর শঙ্কা থাকলেও এই হাসপাতাল এবং তাদের কোনও চিকিৎসকের কাছে চিকিৎসা নেবো না। এটাই আমার প্রতিবাদ।’ জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘যে হাসপাতাল এ ধরনের গর্হিত কাজ করেছে, সেই হাসপাতালের আমিও একজন পরিচালক। আমি আগামী বোর্ড মিটিংয়ে এর জবাব চাইবো, এর প্রটেস্ট করবো।’ আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘পরিচালক হিসেবে আমি আরেকটি কোম্পানিকে প্রতিনিধিত্ব করছি। আমি অত্যন্ত লজ্জিত ও দুঃখিত। আমি কথা দিতে পারি, এটা খুব ভালোভাবে উপস্থাপন করবো। ম্যানেজমেন্টের কাছে প্রটেস্ট করবো।’ দেশের প্রতিটি প্রতিষ্ঠান সরকার কব্জায় নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়