১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

গায়ানায় বৃষ্টির শঙ্কা, ‘প্রতিশোধ’ নিতে পারবে তো ভারত?

প্রতিদিনের ডেস্ক॥
গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে আজ রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। বিশ্বকাপে ভারত এখনও কোনও ম্যাচ না হারলেও গ্রুপ পর্ব এবং সুপার এইটে একটি করে ম্যাচ হেরেছে ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালটি যেন গত আসরের পুনরাবৃত্তি। অ্যাডিলেড ওভালে গত আসরে ভারতকে যেন পাত্তাই দেয়নি জশ বাটলারের দল। ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইংলিশরা পৌঁছে যায় ফাইনালে। তাইতো এই ম্যাচ ভারতের জন্য প্রতিশোধেরও। তবে আজ বৃহস্পতিবার দুই দলকেই লড়তে হবে বৃষ্টির সাথে। বৃষ্টিতে শেষ পর্যন্ত খেলা না হলে সেটা আশীর্বাদই হবে ভারতের জন্য। টেবিল টপার হিসেবে তারাই কাটবে ফাইনালের টিকিট। ক্ষতি হবে কেবল ইংলিশদের। বুধবার ম্যাচের আগের দিনে আধাবেলা বৃষ্টি হয়েছে গায়ানায়। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা প্রবল। ম্যাচ চলাকালীন সময় বৃষ্টির সম্ভাবনা ৮৭%। এমন শঙ্কা মাথায় নিয়েই বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দ্বিতীয় সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি ভারত। ম্যাচটি সরাসরি দেখা যাবে নাগরিক টেলিভিশনে। চলতি বিশ্বকাপে প্রতিশোধের মিশনে বেশ ভালো ভাবেই সফল ভারতীয়রা। সুপার এইট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে এক বছর আগের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের ক্ষততে কিছুটা হলেও মলম দিতে পেরেছে। এবার ভারতের সামনে সুযোগ ইংল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ইংলিশদের বিপক্ষে বিধ্বস্ত হতে হয়েছিল রোহিত শর্মাদের। সেবারের সেমিফাইনালে আগে ব্যাটিং করে ভারত ৬ উইকেটে ১৬৮ রান করেছিল। ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতের বোলিং আক্রমণকে একেবারে চূর্ণ করে দিয়ে ইংলিশ দল ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে ফাইনালে উঠে। এবারও তেমন কিছুই করবে ইংল্যান্ড? নাকি দুই বছর আগের হারের বদলা নেবে রোহিত-কোহলিরা। আগের আসরের এই স্মৃতি এখনও জ্বলজ্বলে ইংলিশ অধিনায়ক জস বাটলারের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উইকেটকিপার এই ব্যাটার বলেছেন, ‘দারুণ স্মৃতি। ইংল্যান্ডের জার্সিতে আমার জন্য স্মরণীয় একটি ম্যাচ। ওই ম্যাচে সূর্যের (সূর্যকুমার যাদব) আউট হওয়াটা টার্নিং পয়েন্ট ছিল। আমরাও দারুণ শুরু পেয়েছিলাম। তবে এবার রোহিতের নেতৃত্বে একটি ভিন্ন ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছি। ওই ম্যাচে হারার পর থেকেই ভারত অনেকখানিই বদলে গেছে।’ মাঠের ক্রিকেটে বাটলারের কথার প্রমাণ পাওয়া যাচ্ছে। রোহিত শর্মার দলটি এখন পর্যন্ত অপরাজিত। গ্রুপ পর্যায়ে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে ৬ রান এবং যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে পরাজিত করেছে তারা। কানাডার বিপক্ষে চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে ভেসেছে। তারপরও গ্রুপ টপার হিসেবেই সুপার এইটে খেলেছে শিরোপা প্রত্যাশী দলটি। সেখানেও ভারতের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত ছিল। আফগানিস্তানকে ৪৭ রানে হারানোর পর বাংলাদেশকে ৫০ এবং অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে অপরাজিত থেকেই এখন সেমিফাইনাল খেলার অপেক্ষায়। এবার শিরোপা খরা কাটাতে ভারতের সামনে কেবল দুটি ম্যাচ। আজ ইংলিশদের হারাতে পারলে ফাইনাল নিশ্চিতের পাশাপাশি দুই বছর আগের প্রতিশোধটাও নেওয়া হয়ে যাবে। যদিও ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন প্রতিপক্ষ নয়, সাধারণ এক ম্যাচ হিসেবে দেখে তারা চাপহীন ভাবে খেলতে চান, ‘আমরা আলাদা কিছু করতে চাচ্ছি না। যে ক্রিকেট খেলছি সেটাই খেলে যাবো। কে প্রতিপক্ষ তা দেখার দরকার নেই। সবাইকে বলেছি, খোলা মনে খেলতে। চাপ না নিতে। এই রকম ক্রিকেট খেললেই আমরা সফল হবো।’ কুড়ি ওভারের বিশ্বকাপে ভারত এবং ইংল্যান্ড দুই দল একে অন্যের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছে। এরমধ্যে দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। অন্যদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৩ বারের দেখায় ভারত ১২টি এবং ইংল্যান্ড ১১টি ম্যাচ জিতেছে। সবমিলিয়ে দুই দলের লড়াইটা বেশ হাড্ডাহাড্ডিই হচ্ছে। আজও গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমী দর্শকরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ঘিরে শঙ্কা আছে বৃষ্টির। প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালে সেটি রাখা হয়নি। মূলত দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের মাঝে বিরতি কেবল একদিনের। ম্যাচ রিজার্ভ ডেতে গড়ালে জয়ী দলকে খেলতে হবে টানা দুই দিন। সেই পথে কোনও দলকে ঠেলে দিতে চায়নি আইসিসি। যে মাঠে খেলা, সেখানকার পানি নিষ্কাষণ ব্যবস্থাও খুব ভালো নয়। রিজার্ভ ডে না থাকলেও আইসিসি চেষ্টা করবে যতটা সময় লাগুক, আজকে ম্যাচের ফলটা বের করতে। নির্ধারিত সময়ের বাইরে মোট ২৫০ মিনিট বাড়তি সময় রাখা হয়েছে। বাড়তি সময়েও ম্যাচ শেষ না করা গেলে সুপার এইট পর্বে গ্রুপে এগিয়ে থাকায় ভারত চলে যাবে ফাইনালে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়