২৫শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

নিয়ম ভঙ্গের অভিযোগ

প্রতিদিনের ডেস্ক॥
গেল ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তুফান’। এখনো দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এর মধ্যেই প্রকাশ পেয়েছে তার আরেক সিনেমা ‘দরদ’-এর টিজার। সিনেমাটির শুটিং শেষ হয়ে এখন চলছে মুক্তির প্রস্তুতি। তবে সম্পতি নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জানা যায়, ছাড়পত্রবিহীন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে ‘দরদ’-এর টিজার। প্রেক্ষাগৃহে এই টিজার প্রদর্শনের কয়েকটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নির্মাতা অনন্য মামুন সেই ভিডিও নিজের ফেসবুক একাউন্টে শেয়ারও করেছেন। শেয়ারকৃত সেই পোস্টের ক্যাপশনে লিখেন ‘কি উল্লাস… দরদ…। এই বিষয়ে তিনি বলেন, অনলাইন থেকে হয়তো কেউ ডাউনলোড করে সিনেমা হলে চালিয়েছে।
এ ছাড়া তিনি আর কিছুই জানেন না। এদিকে সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, বিষয়টি তাদের নজরে এসেছে। কোনো সিনেমা হলে সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রদর্শনের খবর পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় তারা। উল্লেখ্য, সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত হয়েছে শাকিব খানের ‘দরদ’। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়াও রয়েছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ প্রমুখ। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনা করেছেন ভারতের এস কে মুভিজ ও মুম্বইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়