চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এরমধ্যে ১ জন পানিতে ডুবে এবং অপরজন ট্রেনের ধাক্কায় নিহত হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমোরপুর গ্রামে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দাউদ হায়দার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) বেলা ১২টার দিকে ভৈরব নদীতে এ দুর্ঘটনা ঘটে এবং বেলা ১টার দিকে তার মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়। দাউদ হায়দার দামুড়হুদা উপজেলার কোমোরপুর ঘাট পাড়ার হায়দার আলীর ছেলে। অন্যদিকে চুয়াডাঙ্গার ডুগডুগি ও গাইদঘাট রেলগেটের লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আলামিন (২৫) নামের এক যুবক নিহত ও ইসরাফিল (৪০) নামের এক আলমসাধু চালক গুরুতর আহত হয়েছে। ইসরাফিলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস দামুড়হুদা উপজেলার ডুগডুগি নামক স্থানে আলামিনকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাইদঘাট রেলগেটে খুলনা টু চিলাহাটি রুপসা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন আলমসাধু চালক ইসরাফিল হোসেন। নিহত আলামিন সদর উপজেলার ডিহিকেষ্টপুর গ্রামের ঝন্টুর ছেলে এবং আহত আলমসাধু চালক ইসরাফিল হোসেন আলমডাঙ্গা উপজেলার মাঝহাট গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।