২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

প্রতারণার শিকার দীপিকা

প্রতিদিনের ডেস্ক॥
দীর্ঘদিন সম্পর্কে ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। তাদের সম্পর্কের কথা সকলেই জানতো। ভক্ত অনুরাগীরা চাইতো বাস্তবেও যেন তারা সংসার করে। তবে একটা সময় পর রণবীর কাপুরের জীবনে উঁকি দিয়েছিল অন্য নারী। দীপিকার মন ভেঙে তিনি হঠাৎই ক্যাটরিনার হাত ধরেছিলেন। একাধিক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন জানান, তিনি তখন বুঝতে পারতেন, রণবীর তাকে মিথ্যা কথা বলছেন। এমনকি এটাও বুঝতেন অভিনেতা তার সঙ্গে প্রতারণা করছেন। কিন্তু রণবীর কাপুর তার জীবনে আবার ফিরে এলেই সবকিছু ভুলে যেতেন তিনি। এভাবেই চলতে চলতে একটা সময় ভেঙে যায় তাদের সম্পর্ক। এক সাক্ষাৎকারে দীপিকা জানান, একবার হাতেনাতেও ধরেছিলেন রণবীরকে।
তিনি বলেন, একদিন ঘরের দরজা খুলে এক নারীর সঙ্গে রণবীরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলি। এরপরই জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলাম। রণবীরের জীবন থেকে একেবারে সরে যাই। সেইসময় মন ভেঙেছিল, অবসাদে ডুবে গিয়েছিলাম। মন ভেঙে যাওয়ার পর অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন কোনোদিন কোনো সম্পর্কে যাবেন না। অন্যদিকে রণবীর ততদিনে ক্যাটরিনার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন। তবে সেই সম্পর্কও পরিণতি পায়নি। বেশ কয়েকবছর চুটিয়ে প্রেমের পর আলাদা হয়ে যায় এই জুটি। বর্তমানে এই দুই তারকাই বিবাহিত। রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে সংসার করছেন। প্রথম সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। অন্যদিকে দীপিকা এখন রণবীর সিং-এর স্ত্রী। অভিনেত্রী এখন অন্তঃসত্ত্বাও।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়