১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অতিরিক্ত শুল্ক: বেনাপোলে আটকা অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক

সুন্দর সাহা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারীকৃত নতুন আদেশে অতিরিক্ত শুল্কায়নের কারণে বেনাপোল বন্দরে মাছ ,ফল ও সবজি নিয়ে কয়েকটি ট্রাক পচনশীল পণ্য নিয়ে আটকা পড়েছে। এতে প্রতিবাদ জানিয়ে কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করেছে কতিপয় আমদানিকারক। তবে, কথিত এই প্রতিবাদ বেনাপোল কাস্টমস হাউজের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পরামশে কিনা সেটি জানা যায়নি। সাধারনত বেনাপোল কাস্টম হাউচজর কর্মকর্তারা মাছ শুঁটকি, টমেটো, পান ও ফলের চালান বিশেষ চুক্তির মাধ্যমে রাতে খালাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। রাতে এসব পণ্য ডেলিভারী দেয়ায় কমিশনার, জেসি সাফায়েত হোসেন এবং কমিশনারের অত্যন্তিপ্রিয় ভাজন অথৈল চৌধুরী হাতিয়ে নেন বিপুল পরিমাণ অর্থ। সরাসরি যার ভাগ পান কমিশনার আব্দুল হাকিম। গত বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার সময় বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ বিক্ষোভ করে ২/১জন আমদানিকারকসহ কতিপয় সিএন্ডএফ এজেন্ট কর্মচারি। সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ২৩ জুন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পচনশীল পণ্য শুল্কায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে। ঢাকায় অনুষ্ঠিত অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের এক সভায় আমদানিকৃত শুল্কায়ন সমতা বজায় রাখা এবং আমদানিকারকদের জন্য সুষম সুবিধা নিশ্চিতকরণের জন্যে আমদানি পর্যায়ে মাছ শুঁটকি, টমেটো, পান ও ফলের সঠিক পরিমাপ নির্ধারণে পণ্যবাহী ট্রাকের চাকার সংখ্যার ভিত্তিতে ন্যূনতম ওজন প্রস্তাব ও সুপারিশ করা হয়। যা বৃহস্পতিবার থেকে কার্যকর করে কাস্টমস। এতে ক্ষুব্দ হয়ে কতিপয় আমদানিকারক পণ্য চালান খালাস না নেওয়ায় বন্দরে আটকা পড়েছে কয়েকটি খাদ্যদ্রব্য জাতীয় পচনশীল পণ্যবাহী ট্রাক। আমদানিকারক আলোচিত কোটিপতি ছোট রয়েল ও শামিম গাজীদের মতে, এনবিআরের নতুন এ আইনে তাদের ট্রাক প্রতি অতিরিক্ত গুণতে হবে। কার্যতঃ রাতে মাছ শুঁটকি, টমেটো, পান ও ফলের চালান খালাস করতে কাস্টমকে বিপুল পরিমাণ টাকা গুণতে হয়। এমনও অভিযোগ রয়েছে, রাতারাতি কোটিপতি ড্রাইভারপুত্র ছোট রয়েলের সাথে কাস্টমসের শীর্ষ এক কর্মকর্তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। যার কারণে, টমেটো, পান ও ফলের চালান আমদানিকারক ছোট রয়েল কাস্টমসের বিশেষ সুবিধা পেয়ে থাকে। ছোট রয়েলসহ কথিত এসব আমদানিকারকদের অধিকাংশের কোন লাইসেন্স নেই। অন্যের লাইসেন্স ভাড়া নিয়ে ব্যবসা করছেন। আর লাইসেন্সবিহীন আমদানিকারক ট্রাক ড্রাইভারপুত্র ছোট রয়েল এখন বেনাপোলে ধনাঢ্য ব্যাক্তিদের একজন বনে গেছেন। জিরো থেকে হিরো বনে যাওয়া ছোট রয়েলের রয়েছে কোটি-কোটি টাকার জায়গা-জমিসহ বিত্ত-ভৈবব এবং আলিশান সব বাড়ি। বাপ ট্রাক ড্রাইভার হলে কি হবে ছেড়ে ছোট রয়লে চলে কোটি টাকা দামের গাড়িতে। এনবিআরের এই নতুন আইনে তাই তাদের যত জ্বালা। তাছাড়া, এভাবে পণ্য খালাস নিলে আমদানিকারকদের লোকসান হোক বা না হোক বেনাপোলের আলোচিত কাস্টমস কর্তাদের লোকসান হবে। সে কারণে কথিত এই আন্দোলন বেনাপোলের কাস্টমসের দুর্নীতির তিন শিরোমণির নেপথ্যেহেস্তক্ষেপে হচ্ছে কিনা তা জানা যায়নি। এ বিষয়ে এনবিআরের জারিকৃত নতুন আদেশের অনুচ্ছেদ ৪ ধারা কাস্টমস মূল্যায়ন না করায় তারা পণ্য চালান খালাস নিতে পারছে না। ২৪ ঘণ্টার মধ্যে যদি সমস্যা নিরসনে কাস্টমস পদক্ষেপ গ্রহণ না করে তবে শনিবার থেকে এ পথে আমদানি, রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন বলেও হুমকি দেয়া হয়েছে। বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান, এনবিআরের নতুন আদেশ তারা কার্যকর করছেন। তবে হাতে গোনা কয়েকজন আমদানিকারক অভিযোগ জানিয়ে পণ্য খালাস নিচ্ছে না। তবে যারা পণ্য খালাস নেয়নি তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়