১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

খিলক্ষেতে পিকআপ উল্টে ইভেন্ট ম্যানেজমেন্টকর্মী নিহত

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর খিলক্ষেত বিশ্বরোডের নিকুঞ্জ অংশে মাল বোঝাই পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় পিকআপের যাত্রী মো. আলফাজ (২৫) মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান।এসআই বলেন, পিকআপ ভ্যানে থাকা সবাই ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী। তারা কাজ শেষে মালামাল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন। ছোট ভাই ছিলেন চালকের সঙ্গে সামনের দিকে, আর বড় ভাই ছিলেন পেছনে। এরমধ্যে নিকুঞ্জ -২ গেটের বিপরীত পাশের রাস্তায় গাড়িটি আইলেন্ডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়।পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে রাত ১ টার দিকে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলফাজকে মৃত ঘোষণা করেন।এসআই আরও বলেন, এ ঘটনায় মৃতের ছোট ভাই মাহফুজ ও চালক সামান্য আহত হয়েছেন।নিহত আলফাজ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কান্দাছিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি মিরপুর ১২ নম্বর সেকশনে থাকতেন।নিহতের স্বজনদের আবেদনের কারণে ও কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্তে ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়