২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

চুয়াডাঙ্গায় মা-ছেলেসহ ৪ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদক ব্যবসার দায়ে একই পরিবারের মা-ছেলেসহ চারজনকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৭ জুন ) আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) স্নিগ্ধা দাস এ রায় দেন। চুয়াডাঙ্গায় তুলা চাষীদের মাঝে প্রণোদনার উপকরণ বিতরণ দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন- পৌর এলাকার রেলস্টেশন পাড়ার মুন্নি খাতুন (৪৭), রুবেল হোসেন (২৬), লিজা খাতুন (২২) ও গোবিন্দপুরের খাইরুল ইসলাম (৪৬)। মাদক সম্রাজ্ঞী মুন্নির বিরুদ্ধে আলমডাঙ্গাসহ বিভিন্ন থানায় এক ডজনের অধিক মাদক মামলা রয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌর এলাকার মাদক সম্রাজ্ঞী মুন্নি তার পরিবার মিলে রমরমা ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা আলমডাঙ্গা রেল স্টেশন এলাকার তাদের বাড়িতে অভিযান চালান। সেখানে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট বড়িসহ ওই চারজনকে আটক করা হয়। তারপর ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খাঁন, মুন্নিসহ তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর তাঁদের চারজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়