১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ফাইনালে রান করবেন কোহলি, আশা রোহিতের

প্রতিদিনের ডেস্ক॥
বিরাট কোহলি একেবারেই ফর্মে নেই। বিশ্বকাপে ৭ ম্যাচে কোনো হাফসেঞ্চুরি নেই, রান মোটে ৭৫। সর্বোচ্চ ইনিংস ৩৭ রানের, বাংলাদেশের বিপক্ষে।সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ বলে ৯ রান করেই আউট হয়ে গেছেন কোহলি। কোহলির দুর্দিনে তার পাশে দাঁড়িয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক বলছেন, কোহলির খারাপ দিন যাচ্ছে। যেকোনো ক্রিকেটারের ক্ষেত্রেই এটি হতে পারে। এটি খু্বই স্বাভাবিক। রোহিত আশা করছেন, ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করবেন কোহলি। এই ম্যাচে তিনি রান করতে পারবেন। রোহিত বলেন, ‘সে (কোহলি) একজন মানসম্পন্ন খেলোয়াড়। যেকোনো খেলোয়াড় এমন সময়ের মধ্য দিয়ে যেতে পারে। আমরা তার ক্লাস এবং তার গুরুত্ব বুঝতে পারি। ফর্ম কখনও সমস্যা হয় না। একেবারে ফাইনাল পর্যন্ত কোহলিকে সমর্থন করার ইচ্ছে আছে। ফাইনালে সে রান করতে পারবে।’ ইংল্যান্ডকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭১ রান তোলে ভারত। বল হাতে নিয়ে ইংলিশদের মাত্র ১০৩ রানে অলআউট করে দেয় কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলরা। এই ম্যাচে মাথা ঠান্ডা রেখে খেলেছে ভারত। ম্যাচের পর এমনটিই বলেন অধিনায়ক রোহিত। তিনি বলেন, ‘দল হিসেবে আমরা খুব শান্ত ছিলাম। আমরা উপলক্ষ (ফাইনাল) বুঝি। সংযত থাকা আপনাকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। খেলায় ভালো করতে এটি আমাদের সহায়তা করবে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ফাইনালে আমরা সেটাই করতে চাই।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়