১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

নড়াইলে ট্রাকের ধাক্কায় বাঘারপাড়ার ভ্যানচালক নিহত

নড়াইল সংবাদদাতা
নড়াইলে ট্রাকের ধাক্কায় সুমন শেখ (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) ভোর বেলার দিকে নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের দূর্বাজুড়ি নামক এলাকায় দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.মনির হোসেন।
নিহত সুমন শেখ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের রাশেদ শেখের ছেলে। পুলিশ জানায়, নিহত ভ্যানচালক সুমন ভোর সাড়ে ৫টার দিকে নড়াইল থেকে ভ্যান নিয়ে নিজ বাড়ি বাঘারপাড়ায় ফিরছিল। প্রতিমধ্যে ঘটনাস্থল নড়াইল-যশোর মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় সুমন নামে ওই ভ্যানচালক ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যাবস্থা নেয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়