প্রতিদিনের ডেস্ক॥
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েই তিনি টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে তুলেছেন। টেস্ট ও ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়ন তকমা গায়ে জড়াতে না পারলেও, আজ (শনিবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ। এরই মাঝে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় তার একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মজার সেই ভিডিওতে রোহিতকে বলতে শোন যায়– ‘বল বাইরে পাঠাতে হলে, দিচ্ছি।’ এরপরই লিয়াম লিভিংস্টোনকে সজোরে লং অনের ওপর দিয়ে ছয় হাঁকান ভারতীয় অধিনায়ক। যা দেখে তার ভক্তরাও বেশ মজা পেয়েছেন, ফলে নানা মন্তব্য জুড়ে দিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন রোহিত। যার ওপর ভর করে সেমিফাইনালে জয়ের মতো বড় পুঁজিও পেয়ে যায় ভারত। ৩৯ বলের ইনিংসে রোহিত সেদিন ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকান। এ ছাড়া সূর্যকুমার যাদবের ৪৭ ও হার্দিক পান্ডিয়ার ২৩ রানের ঝোড়ো ক্যামিওতে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭১ রানের। ভারতীয় ইনিংসের ১১তম ওভারের ঘটনা। ইংল্যান্ডের স্পিন অলরাউন্ডার লিভিংস্টোন আগ্রাসী মেজাজে বল করছিলেন। শর্ট লেংথের বল করে সমস্যায় ফেলার চেষ্টা করছিলেন ভারতীয় ব্যাটারদের। যা নিয়ে রোহিতকে সতর্ক করছিলেন সূর্যকুমার। উত্তরে রোহিত তাকে যা বলেন, সেটি ধরা পড়ে স্টাম্প মাইক্রোফানে। যার অর্থ দাঁড়ায়, ‘ও বল ওপরে তুললে আমি পিটিয়ে বাইরে পাঠিয়ে দেব।’ এর পরের বলটিতেই লিভিংস্টোনকে বিশাল ছক্কা মারেন রোহিত। পরে ভারতের রানতাড়ায় ইংল্যান্ড মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায়। ফলে ৬৮ রানের বড় হারে নবম আসর থেকে বিদায় নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে সাত ইনিংসে ব্যাট করে তৃতীয় সর্বোচ্চ ২৪৮ রান করেছেন রোহিত। পাশাপাশি তিনি ১৫৫.৯৭ স্ট্রাইকরেট এবং ৪১.৩৩ গড়ে ব্যাট করেছেন। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তার সামনে আছেন কেবল দুজন– রহমানউল্লাহ গুরবাজ (২৮১) ও ট্রাভিস হেড (২৫৫)। ফাইনালে দুজনকেই ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে ভারতীয় অধিনায়কের সামনে।