নিজস্ব প্রতিবেদক॥
যশোরে রড-সিমেন্ট ও ঢেউটির আত্মসাৎ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার বিকালে ঝিকরগাছার উপজেলার মিশ্রিদোয়াড়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন- ঝিকরগাছা উপজেলার মাগুরা অমৃত বাজার এলাকার শুকুর আলীর ছেলে মিঠু মিয়া (৩৪), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩৭) এবং মিশ্রিদোয়াড়া বাজার এলাকার মৃত দাউদ হোসেনে ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তাক (৩২)। প্রথমিকভাবে তারা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। যশোর ডিবি সূত্রে জানা যায়, ডিবির এসআই মফিজুল ইসলাম ও এএসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল ফোর্স ঝিকরগাছা উপজেলার মিশ্রিদোয়াড়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ১৪০ বস্তা সিমেন্ট, একটি মোবাইল ফোন এবং নগদ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।