১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে মৎস্য ঘেরের বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

উৎপল মন্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘেরের বাসা থেকে আবুল হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবুল হাসান (৩৫) গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মুনসুর আলী মালীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত মধ্য রাতে আবুল হাসান ৯নং সোরার খালপাড় এলাকায় তার নিজস্ব মৎস্য ঘের পাহারা দিতে যায়। শনিবার সকাল ঘেরের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। নিহতের বড় ভাই হুদা মালী জানান, আবুল হাসান রাত ১২টার দিকে নিজস্ব মৎস্য ঘের পাহারা দিতে যায়। এরপর সকালে তিনি ও তার চাচা ঘেরে আটন ঝাড়তে যান। এক পর্যায়ে পাশের ঘেরের মালিক হাসানের মৃত্যুর খবর তাদের জানান। দ্রুত তারা ঘেরের বাসায় গিয়ে হাসানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি আরো জানান, সেখানে গিয়ে দেখা যায় ঘেরের বাসার আড়ার সাথে একটি চিকন লাইলনের দড়ি গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। তার এক পা খাটের উপরে আর একটা পা মাটিতে পড়ে আছে। হাসানের ভগ্নিপতি মিজানুর রহমান জানান, হাসানকে যেভাবে ঝুলতে দেখা গেছে সেটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ওর (হাসানের) একটা পা খাটের ওপরে আরেকটি পা মাটিতে লেগে ছিল। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে। রিপোর্ট আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়