প্রতিদিনের ডেস্ক:
হাঁটতে না পারলেও নির্বাচেনের দৌঁড়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহজেই হারাতে পারবেন বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২৮ জুন) নর্থ ক্যারোলাইনায় একটি র্যালিতে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের সঙ্গে প্রেসিডেনশিয়াল বিতর্কে পারফরম্যান্স খারাপ হওয়ার কথা স্বীকার করে এই কথা বলেন তিনি। নিজের বয়স নিয়ে সচেতন মার্কিন এই প্রেসিডেন্ট। রাষ্ট্র পরিচালনায় তার বয়স কোনও বাধা হয়ে দাঁড়াবে না বলে জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।৮১ বছর বয়সী বাইডেন বলেন, ‘স্পষ্টভাবে বলতে গেলে, আমি জানি, আমি একজন যুবক নই। আমি আগের মতো সহজেই হাঁটতে পারি না। আগের মতো আমি সাবলীলভাবে কথা বলতে পারি না। আগের মতো ভালো বিতর্কও করতে পারিনি।’তবে বক্তৃতায় বাইডেন এ কথাও বলেছেন, তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আরও চার বছর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন।তিনি বলেন, ‘আমার হৃদয় ও আত্মা দিয়ে আমি যদি বিশ্বাস না করতাম যে, এই কাজটি করতে পারব, তবে নির্বাচনে দৌঁড়ে আমি আবারও অংশ নিতাম না।’বিতর্কে কথা বলার সময় বাইডেনের কণ্ঠ খসখসে শোনাচ্ছিল। তখন ৮১ বছর বয়সী এই প্রেসিডেন্ট আরও ৪ বছর মেয়াদে কাজ করতে পারবেন কিনা এ নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।’