১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

অপরাজিতাদের ছায়া এবং অন্যান্য কবিতা

প্রতিদিনের ডেস্ক:
অপরাজিতাদের ছায়া
ওপারে অপরাজিতার বাড়ি
জানি না কতটা নিশ্চুপ সে
কতটা চাপানো বেদনায়!
মাঝে নদী, বটের ছায়া, ফসলের মাঠ
পাখির ডাক, ওপরে বিশাল আকাশ
ইচ্ছেগুলোকে চেপে রেখেছে মোড়লগিরি
খাঁচায় রাখা হয়েছে অপরাজিতাকে
গতিপথ করতে বদল
পায়ের নূপুর যেন শিকলের ঝনঝন।
অপরাজিতার মন সিলভিয়া প্লাথের
অপরাজিতার শক্তি মায়া অ্যাঞ্জেলা
অপরাজিতার দরকার আলোর পথ
অপরাজিতাদের ছায়া হবে কে?
অপরাজিতারা আমাদের হবে কবে?
যদি কাছে টানি অপরাজিতাদের
যদি উদার হয় ছায়াগুলো
মরুভূমির ঘাসগুলো হবে গাঢ় সবুজ—সাভানা তৃণভূমি।
****
আমার বৃহত্তম কবিতা
উত্তাপ দহনের কঙ্কালে ভেসে ওঠে অন্ধকারগুলো
মৃত আর প্রেত করে ঠক ঠক…
দুই হাতে শুধুই ফুল রাখিনি কবিতা রেখেছি
রূঢ় জমিতে ফসল ফলাবো এই কবিতা দিয়ে
কবিতার চেতনায় সূর্যসেনদের উল্লাস
মগজে সালাম-মতিউর
বেহুলা লক্ষিন্দর
রোকেয়া, পদ্মা, মাথাভাঙ্গা…
এই আমার বৃহত্তম কবিতা
****
সাকুল্যে বেতন
একমাসের বেতন শুধু প্রেম।
কয়েকটি চুমু। কয়েকটি ব্যথা।
কয়েকটি মায়া
কয়েকটি দেখাদেখি। কয়েকটি অভিমান
আনন্দাশ্রু কয়েক আউন্স।
এই আমার সাকুল্যে বেতন।
****
খুঁজি তোমাকেই
ঠান্ডা দেখে করি না ভয়
ভয় কি তাতে! ঠান্ডার আড়ালে আলো আছে!
তোমার উষ্ণ আপ্যায়ন
ডাবলিনের হিম করে দেয় শারজাহর মরুভূমি।
ঠান্ডা পেরিয়ে উষ্ণতা পাই
তাই তো খুঁজি তোমাকেই।
****
মুক্তমনা আলো
ঝলমলে ডানা, মুক্তমনা
মন করে উচাটন, দুহাত প্রসারিত।
নিচের অন্ধকার, মাঝের ধূসর ছাড়িয়ে
খোলা খোলা আলো
বলাকার ডানায় ঝোপ ঝোপ আশার বসতি।
ওইটা নয় দূরের, কাছেই।।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়